বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা–ই যতি বা ছেদচিহ্ন।
নিচে বিভিন্ন প্রকার যতি চিহ্নের নাম এবং তাদের বিরতি কালের পরিমাণ নির্দেশিত হলো:
যতি চিহ্নের নাম | আকৃতি | বিরতি-কাল-পরিমাণ |
---|---|---|
কমা | , | এক (১) বলতে যে সময় প্রয়োজন |
সেমিকোলন | ; | ১ (এক) বলার দ্বিগুণ সময় |
দাঁড়ি | । | এক সেকেন্ড |
প্রশ্নবোধক চিহ্ন | ? | এক সেকেন্ড |
বিস্ময় ও সম্বোধন চিহ্ন | ! | এক সেকেন্ড |
কোলন | : | এক সেকেন্ড |
ড্যাস | — | এক সেকেন্ড |
কোলন ড্যাস | :— | এক সেকেন্ড |
হাইফেন | - | থামার প্রয়োজন নেই |
ইলেক বা লোপ চিহ্ন | ‚ | থামার প্রয়োজন নেই |
উদ্ধরণ চিহ্ন | “ ” | ‘এক’ উচ্চারণে যে সময় লাগে |
ব্র্যাকেট (বন্ধনী চিহ্ন) ১ম | ( ) | থামার প্রয়োজন নেই |
দ্বিতীয় বন্ধনী | { } | থামার প্রয়োজন নেই |
তৃতীয় বন্ধনী | [ ] | থামার প্রয়োজন নেই |
Tags:
Features